চলমান নারী নির্যাতন ও ধর্ষণের বিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে প্রতিবাদী মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ সংসদ। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সোমবার সকাল ১০টায় ঢাকা কলেজের প্রধান গেটে এ মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানান নেতাকর্মীরা।
সংগঠনের ঢাকা কলেজ সংসদের সভাপতি বিএম জুবায়ের প্রধানের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন। এসময় সংগঠনের কেন্দ্রীয় সংসদের ৯ দফা দাবিকে সমর্থন জানিয়ে ছাত্র সমাজের প্রতি আন্দোলন চালিয়ে আহ্বান জানান তারা।
‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২০’ যথাযথ বাস্তবায়নের দাবি জানিয়ে সভাপতি জুবায়ের প্রধান বলেন, ‘ধর্ষণের মতো ভয়াবহ ঘটনায় গ্রেফতারের পরেও সরকার দলীয় সংগঠন করার কারণে অনেকে ছাড়া পেয়ে যায়। অপর দিকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে চলমান আন্দোলনকারীদের উপর তাদের দলীয় নেতা-কর্মীরা হামলা করছে। আজও ধর্ষণের প্রতিবাদ করার সময় চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের উপর হামলা করেছেন তারা।’ বিভিন্ন স্থানে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশে পুলিশি বাধা ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান তিনি।
এতে আরো বক্তব্য দেন সংগঠনের ঢাকা মহানগর সংসদের সহ-সম্পাদক প্রিতম ফকির, দফতর সম্পাদক মো. শামিম হোসেন, ঢাকা কলেজ সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক এফ এ শাহেদ সহ অন্যরা।