নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকষ দল অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা ও ০৩ গ্রাম হিরোইনসহ মোঃ তৌফিক ইমাম মিজু (৩৭) ও মোঃ আব্দুল কুদ্দুস (৩৭) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
সোমবার (১৬-০৯-২০১৯) ভোর রাত ২ টায় সদর থানার হাসপাতাল মোড়ের সেবা ক্লিনিকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ তৌফিক ইমাম মিজু সদর থানার চকমুক্তার হাসপাতাল মোড়ের মোঃ আব্দুল্লাহহেল বাকীর ছেলে এবং আব্দুল কুদ্দুস একই এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে।
এব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।