নওগাঁ জেলা ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে একটি চৌকষ দল অভিযান চালিয়ে ২ শত ৩০ পিস ইয়াবাসহ মোঃ শাহিন আলম (২৪) এবং মোঃ সৈকত হোসেন (২৩) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার গভীর রাতে সদর উপজেলার ইকরতারা গ্রামে শাহিনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত শাহিন আলম সদর উপজেলার ইকরতারা গ্রামের মোঃ ছায়েদ আলীর ছেলে এবং সৈকত হোসেন একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।