NewsBoxBD
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড


নিউজ বক্স বিডি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪, ১২:১৪ এএম

মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : প্রতীকী

রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা হেরোইন মামলায় আরিফ হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যিনি প্রায় দু‍‍`বছর   আগে ওই মাদকসহ পুলিশের হাতে ধরা পড়েছিলেন।


বুধবার (৩১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এদিন
রায় ঘোষণার আগে আরিফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।


জানা যায়, ২০২২ সালের ২২ মার্চ সন্ধ্যায় খিলগাঁও থানাধীন নন্দীপাড়া টিয়া সংঘ ক্লাবের সামনে থেকে ১০০ গ্রাম হেরোইনসহ আরিফকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় খিলগাঁও থানার এসআই নাজমুল হুদা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই বছরের ২৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ওই থানার এসআই রোকন উদ্দিন।

Side banner

আইন ও আদালত বিভাগের আরো খবর

Link copied!