প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪, ১১:৩৮ পিএম
ঢাকাকে ৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রংপুর। চার ম্যাচে এটি রংপুরের দ্বিতীয় জয়, তিন ম্যাচে দ্বিতীয় হার ঢাকার।
শনিবার (২৭ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল দুর্দান্ত ঢাকা। ব্যাটিংয়ে নেমে ঢাকাকে ১৮৪ রানের লক্ষ্য দেয় সোহানের দল। জবাবে দিতে নেমে ১০৪ রানেরই গুটিয়ে যায় ঢাকা। এতে ৭৯ রানের বড় জয় পায় সাকিব-সোহানরা।
১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে কখনই ম্যাচে ছিল না ঢাকা। ৩২ রানে ৪টি আর ৮১ রানের মধ্যে ৬ উইকেট হারায় মোসাদ্দেক হোসেনের দল। অ্যালেক্স রস কেবল লড়াই করেছেন।
৩৫ বলে ৭ চার আর ১ ছক্কায় ৫১ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন শেখ মেহেদি। অষ্টম ব্যাটার হিসেবে রস ফেরার পর আর ২ রান যোগ করে ১৬.৩ ওভারে ১০৪ রানে অলআউট হয় ঢাকা।
শেখ মেহেদি মাত্র ১১ রান দিয়ে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার আজমতউল্লাহ ওমরজাই আর হাসান মাহমুদের। ব্যাটিং না করলেও ৩ ওভার বল করেন সাকিব। ২৩ রান দিয়ে নেন একটি উইকেট।
এর আগে রংপুর রাইডার্সের ৮ উইকেট পড়লো। কিন্তু ব্যাটিংয়ে নামলেন না চোখের সমস্যায় ভোগা সাকিব আল হাসান। তবে বাবর আজমের ফিফটিতে ভর করে ৮ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহই গড়ে রংপুর রাইডার্স।
আপনার মতামত লিখুন :